আপডেট : ২৯ April ২০১৮
দুর্নীতির দায়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান মার্কো পোলো ডেল নেরোকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ধরনের ফুটবলবিষয়ক কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ঘুষ ও দুর্নীতির একাধিক তথ্য প্রমাণ হওয়ায় ডেল নেরোকে এই শাস্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক মিলিয়ন সুইন ফ্রাঙ্ক জরিমানাও করা হয়েছে। ফিফার এথিকস কমিটি এই শাস্তির ঘোষণা দিয়েছে। ২০১৫ সালে ফিফার দুর্নীতিবিরোধী যে অভিযান শুরু হয় তারই ধারাবাহিকতায় ডেল নেরোকে সম্প্রতি শাস্তি দেওয়া হলো। দীর্ঘদিন ধরেই ডেল নেরোর বিপক্ষে দুর্নীতির অভিযোগ তদন্ত করে আসছিল এথিকস কমিটি। বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে গণমাধ্যম ও মার্কেটিং স্বত্ব নিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে ডেল নেরোর বিপক্ষে। আর তদন্তে কোপা আমেরিকা, কনমেবল, কোপা লিবার্তাদোরেস, কোপা ডো ব্রাজিলসহ বিভিন্ন টুর্নামেন্টে তার দুর্নীতির সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। ডেল নেরোর বিপক্ষে ফিফার শাস্তি তাৎক্ষণিকভাবেই কার্যকর করা হবে বলে জানিয়েছে ফিফা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১