বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০১৮

লাদেনের দেহরক্ষীকে অর্থ দেয় জার্মানি


আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের সাবেক এক দেহরক্ষীকে প্রতি মাসে এক হাজার ৪৩০ ডলার করে দেয় জার্মানি। সামি নামের তিউনিসিয়ান বংশোদ্ভূত ওই দেহরক্ষী বর্তমানে জার্মানির বোচামে বসবাস করছেন। খবর ভয়েস অব আমেরিকা।

জার্মান ট্যাবলয়েড পত্রিকা বিল্ডের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সামি তার জার্মান স্ত্রী ও তিন সন্তান নিয়ে ১৯৯৭ সাল থেকে সেখানে বাস করছেন। শরণার্থী হিসেবেই তিনি ওই অর্থ সহায়তা পান। নিরাপত্তার কারণে জার্মান সরকার তাকে নিজ দেশেও ফেরত পাঠাতে পারছে না।

অন্যদিকে ২০০৬ সালে তার করা রাজনৈতিক আশ্রয়ের আবেদনও গ্রহণ করা হয়নি। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের মতে, সামি ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত আফগানিস্তানে আল-কায়েদার সন্ত্রাসী ক্যাম্পে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণের পরই তাকে লাদেনের দেহরক্ষী করা হয়। এ কারণে তাকে নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হয়। ২০০৬ সালে থেকে সামিকে প্রতিদিন পুলিশের কাছে রিপোর্ট করতে হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১