বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০১৮

নিকারাগুয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩৯


নিকারাগুয়ায় গত সপ্তাহ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৩৯ জন নিহত হয়েছে বলে স্থানীয় একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। যদিও দেশটির সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা বলা হচ্ছে ১০। ১৯৯০ সালে দেশটিতে গৃহযুদ্ধ পরিস্থিতি অবসানের পর এবারই সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনায় বেশ কয়েকটি পক্ষ একই সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। গত সপ্তাহে নিকারাগুয়া সরকার পেনশন নীতিমালায় সংস্কার আনলে দেশটির শিক্ষার্থীরা এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে আসে। রাজধানী মানাগুয়ায় বিক্ষোভকারীরা পুলিশের উদ্দেশে পাথর ছুড়লে পুলিশও পাল্টা রাবার বুলেট ছোড়ে বিক্ষোভকারীদের উদ্দেশে। এদিকে নিহতের ঘটনায় নিকারাগুয়ার অ্যাটর্নি জেনারেল ইনেস মিরান্ডা গত বৃহস্পতিবার একটি তদন্ত কমিটির ঘোষণা দিয়েছিলেন।

১৯৭৯ সালে সামোজা সরকারকে উৎখাত করে বিদ্রোহীদের সহায়তা নিয়ে ক্ষমতায় বসেন প্রেসিডেন্ট অর্তেগা। এরপর ১৯৮০ সালের ক্ষমতার পালাবদলের ঝড় সামলে ওঠেন তিনি। এবার দেশটির বিক্ষোভরত শিক্ষার্থীরা অর্তেগার পদত্যাগ চাইছে। অর্তেগাই দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। সর্বশেষ ২০১৬ সালের নির্বাচনেও ব্যাপক ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১