আপডেট : ২৮ April ২০১৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। সেখানে তিনি গুরুতর অসুস্থ। তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না। এর পিছনে সরকারের নীলনকশা ও হীন উদ্দেশ্য’ রয়েছে। অবিলম্বে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা না করলে তার স্বাস্থ্যের আরো অবনতি ঘটতে পারে। আর এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।’ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত দুই চিকিৎসকও সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বারবার খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি করলেও সরকার সেদিকে কর্ণপাত করছে না। আমরা বলে আসছি, খালেদা জিয়ার পছন্দের ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে। এখানে এমআরআইসহ সব পরীক্ষার যন্ত্র আছে, যা অন্যখানে নাই। এ জন্যই আমরা ইউনাইটেড হাসপাতালের কথা বলছি।’ ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্যই চিকিৎসা দিচ্ছে না সরকার। সরকার চায় খালেদা জিয়াকে ছাড়া একটি পাতানো নির্বাচন করতে। কিন্তু আমরা আবারও বলছি খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না’, যোগ করেন ফখরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি আইজিপ্রিজনকে ডেকে এনে চিকিৎসার বিষয়ে কথা বলেছেন। কিন্তু কোনো অগ্রগতি নাই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১