আপডেট : ২৮ April ২০১৮
নারী রাইডারদের নিয়ে নারীদের জন্য বিশেষ সেবা চালু করতে যাচ্ছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘ও ভাই’। আজ থেকেই এ সেবাটি চালু করা হবে। ইতোমধ্যেই নিবন্ধিত বেশকিছু নারী রাইডারসহ আরো ৫০ নারী রাইডারকে এ সেবাদানে প্রস্তুত করা হয়েছে। শিগগিরই তারা রাইডার হিসেবে এ কার্যক্রমে যুক্ত হবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ‘ও ভাই’ অ্যাপের অন্তর্ভুক্ত ‘ও বোন’ অপশনে গিয়ে নারীরা রাইড শেয়ারিং সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রাথমিক প্রশিক্ষণের মাধ্যমে নারী রাইডারদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অ্যাপটিতে একটি ইন-অ্যাপ এসওএস ফিচার রয়েছে, যার মাধ্যমে নারীরা যেকোনো সময় মূল সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়াও অপেশাদার নারীদের জন্য ‘ও ভাই’ তাদের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১