বাংলাদেশের খবর

আপডেট : ২৭ April ২০১৮

নতুন রাজনৈতিক ধারাই খালেদা জিয়াকে মুক্ত করবে : নোমান


বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, তার দলের বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দেশে নতুন রাজনৈতিক ধারার সৃষ্টি হয়েছে। এই নতুন ধারাই অবৈধ সরকারের পতন ঘটাবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবে।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত শিক্ষক সমাবেশে নোমান এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, ‘আমাদের আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য নয়, দেশের সব জনগণের স্বার্থে। কারণ আমাদের মূল শক্তি দেশের জনগণ। তারা ঐক্যবদ্ধ হচ্ছে।’

বিএনপি নেতা বলেন, ‘আমি আগেও বলেছি, তারেক রহমান এ মুহূর্তে দেশে নিরাপদ নন। তাকে যদি দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার প্রচেষ্টা বা হত্যা করা হয়, সেটা অস্বাভাবিক কিছু হবে না। কাজেই এ অবস্থায় তারেক রহমান কেন দেশে আসবেন?
তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে তাকে বলব, এ মুহূর্তে আপনি দেশে আসবেন না। দেশে না আসার ইতিহাস অনেক আছে বিভিন্ন দেশের বিপ্লবের ইতিহাস পড়লে বোঝা যায়।’

নোমান বলেন, ‘মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করার পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট নিয়ে বিভিন্ন ধরনের অপ্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছিল। কিন্তু পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সত্য কথা বলে দিয়েছেন, তিনি বলেছেন পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১