আপডেট : ২৭ April ২০১৮
গাজীপুরের পুবাইল এলাকার একটি রিসোর্ট থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের মহানগর আমিরসহ ৪৫ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে পরে বিএনপির সঙ্গে সমঝোতা করে তুলে নেয়া এস এম সানাউল্লাহ আটক হয়েছেন। তার সঙ্গে পুলিশ ধরেছে আরও ৪৪ জনকে। তারাও সবাই জামায়াতের নেতাকর্মী। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পেট্রলবোমা, ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকায় স্বপ্নচুড়া নামক একটি রির্সোটে নাশকতার পরিকল্পনা নিয়ে মিটিং করছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরে অভিযান চালিয়ে ৪৫ জন নেতাকর্মীকে আটক করা হয়। এব্যাপারে জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ দাবি করেন, সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল পুবাইলের স্বপ্নচূড়া পিকনিক স্পটে অভিযান চালায়। এ সময় সেখান থেকে জামায়াতের মহানগর আমির সানাউল্লাহসহ ৪৫ জনকে আটক করা হয়। এসপি আরো জানান, আটক সানাউল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছিলেন। পরে তিনি বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
‘অভিযানে তাদের কাছ থেকে ১৫টি পেট্রলবোমা, চারটি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়। আটকরা নাশকতার উদ্দেশ্যে আশপাশের জেলা থেকে ভোরে এখানে সমবেত হয়েছিল।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১