আপডেট : ২৬ April ২০১৮
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২৩ কোটি ৬৬ লাখ টাকা দিয়েছে গ্রামীণফোন। কোম্পানির লভ্যাংশের অংশ থেকে এ অর্থ দেওয়া হয়। গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মুহাম্মদ শাহেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সঙ্গে সাক্ষাৎ করে ২৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ৬৮৬ টাকার চেক হস্তান্তর করে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গ্রামীণফোন তাদের ২০১৭ সালের মোট লাভের ০৫ শতাংশের এক দশমাংশ পরিমাণ ওই অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করল। চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রম আইন মেনে যদি প্রতিটি কোম্পানি তাদের নির্দিষ্ট অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দেয় তবে আর কোনো শ্রমিক অসহায় থাকবে না। প্রতিমন্ত্রী শ্রম আইনের আলোকে প্রণীত ডব্লিউপিপিএফ’র বাস্তবায়নে বড় কোম্পানি/শিল্প মালিকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান। গ্রামীণফোন ২০১৩ সাল থেকে শ্রমিকদের কল্যাণের উদ্দেশ্যে প্রতিবছর লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ এ তহবিলে দিয়ে আসছে। এ পর্যন্ত গত ৫ বছরে তারা এ তহবিলে ৯৪ কোটি ২ লাখ ৫৮ হাজার ৬৮ টাকা দিয়েছে। চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, গ্রামীণফোনের পরিচালক সৈয়দ তানভীর হোসেন এবং উপপরিচালক কেএম সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১