বাংলাদেশের খবর

আপডেট : ২৬ April ২০১৮

কাশ্মিরে জ্যাকুলিন


বলিউড নির্মাতাদের কাছে লোকেশন হিসেবে কাশ্মিরের সোনামার্গ উপত্যকা অনেক আগেই থেকেই প্রিয়। আর সেখানেই শুরু হয়েছে বলিউড ফিল্ম ‘রেস থ্রি’র শুটিং। শুটিং উপলক্ষে পুরো ইউনিট এখন সোনামার্গ উপত্যকায় অবস্থান করছে। শুটিং উপলক্ষে সেখানে যোগ দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান এবং জ্যাকুলিন ফার্নান্দেজসহ অন্যান্য অভিনেতাও।

কাশ্মিরের সোনামার্গ উপত্যকায় বেশ ফুরফুরে মেজাজে আছেন তারা। শুটিং গোছগাছের ফাঁকে জিপে করে ঘুরে বেড়াচ্ছেন জ্যাকুলিন ও তার দল। জিপগাড়ি চালাচ্ছেনও জ্যাকুলিন নিজেই। পাশেই বসে আছেন সালমান খান। এমনই ছবি ও খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

কাশ্মিরে এখনো খুব ঠান্ডা। তাই সালমান এবং জ্যাকুলিনকে দেখা যাচ্ছে জ্যাকেট পরা অবস্থায়। এখানে দু’দিনের শুটিং চলবে। এরপর এই ইউনিট পাড়ি জমাবে লাদাখে। রেস থ্রি’-তে সালমান-জ্যাকুলিন ছাড়াও রয়েছেন অনিল কাপুর, ববি দেউল, ডেইজি শাহ এবং সাকিব সালিম। আগামী রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১