আপডেট : ২৬ April ২০১৮
ছোটপর্দার পরিচিত মুখ এফএস নাঈম। প্রায় ১৮ বছর পর নতুন গান করলেন এই অভিনেতা। গান ও অভিনয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন রুহুল আমিন ভূঁইয়া ‘তোমাকে’ প্রসঙ্গে- রোমান্টিক কথামালায় সাজানো এই গানটির কথা ও সুর আমি করেছি। আর সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। মডেল হয়েছেন চ্যানেল আই সেরা নাচিয়ে তারকা হূদি শেখ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রাজু রাজ। কক্সবাজারের সাগরপাড়ের মনোরম লোকেশনে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। কবে মুক্তি পাচ্ছে- শিগগিরই মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। গানটি নিয়ে সহকর্মীরা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। এর আগে বাংলাদেশের কোনো গানে এ রকম হয়নি। এটা সত্যিই আমার জন্য অনেক বড় পাওয়া। ভালো একটি গান করার জন্য পরিশ্রম করেছি। গানে নিয়মিত- সে রকমভাবে নিয়মিত কাজ করার পরিকল্পনা নেই। বছরে চারটি গান করার ইচ্ছে আছে। যদিও এ ব্যাপারটি খুব টাফ। তবে চারটি না করতে পারলে বছরে দুটি গান থাকবে। ‘স্বপ্ন দহন’ প্রসঙ্গে- নাটকটিতে সাগর চরিত্রে দেখা যাবে আমাকে। ডাক্তার হয়ে শহরের আধুনিক জীবনযাপন করার স্বপ্ন দেখে সাগর। মায়ের স্বপ্ন খালাতো বোন মিতুর সঙ্গে আমার বিয়ে দেবেন। সংসারের ভীতটাকে মজবুত করবেন। কিন্তু নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে মিতুকে বিয়ে করতে রাজি হইনি আমি। তাই রাতের আঁধারে পালিয়ে যাই ঢাকা। নাটকটি রচনা করেছেন সাইফুর রহমান। পরিচালনায় সরদার রোকন। আমার বিপরীতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। বর্তমান ব্যস্ততা- ঈদের কাজ নিয়ে। কিছু কাজ শেষ করেছি, সামনে আরো আছে। সব সময় চেষ্টা করি বেছে কাজ করার। গল্প ভালো হলে প্রচুর কষ্ট করতে রাজি আছি। সব গল্পের কাজ আমি করতে রাজি নই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১