বাংলাদেশের খবর

আপডেট : ২৫ April ২০১৮

পচা ডিমের গন্ধময় ইউরেনাসের আকাশ


ইউরেনাস সৌরজগতের একটি গ্রহ। সূর্যের দিক থেকে এর অবস্থান সপ্তম এবং আকারের বিচারে তৃতীয় বৃহত্তম। এই গ্রহটিকে অনেক জ্যোতির্বিজ্ঞানীই আগে লক্ষ করেছিলেন, কিন্তু তারা এটাকে সৌরজগতের গ্রহ হিসেবে বিবেচনায় আনতে পারেননি।

স্যার উইলিয়াম হার্শেল এই গ্রহটিকে প্রথম ১৭৮১ সালে বিশেষভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রথমে একে একটি ধূমকেতু হিসেবে উল্লেখ করেন। পরে আরো গভীরভাবে পর্যবেক্ষণের পর তিনি একে সৌরজগতের গ্রহ হিসেবে স্বীকৃতি দেন। প্রথমাবস্থায় অনেক জ্যোতির্বিজ্ঞানীই এটা মানতে চাননি। শেষপর্যন্ত একে গ্রহ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকার করে নেওয়া হয়।

এর ব্যাস পৃথিবীর চেয়ে প্রায় চার গুণ বেশি। কেন্দ্রে রয়েছে সিলিকেট, লৌহ ও নিকেল মিশ্রিত পিণ্ড। এরপর ১০,০০০ কিলোমিটার জুড়ে রয়েছে বরফের আবরণ। এরপর ৫,০০০ কিলোমিটার জুড়ে হাইড্রোজেন, হিলিয়াম ও মিথেনের গ্যাসীয় বলয়।

ইউরেনাস সম্পর্কে এই তথ্যগুলো আমাদের আগেরই জানা। তবে সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা ইউরেনাসের বাইরে হাইড্রোজেন সালফাইটের স্তর আবিষ্কার করেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, গ্রহটির বায়ুমণ্ডল নিয়ে এতদিন বিতর্ক ছিল। তবে হাইড্রোজেন সালফাইটের অস্তিত্ব প্রমাণ করে সৌরজগতের সাত নম্বর এই গ্রহটির বায়ুমণ্ডল আছে।

খবর অনুসারে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে একটি টেলিস্কোপে ধরা পড়ে এই পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসের অস্তিত্ব। বিজ্ঞানীরা বলছেন, নতুন এই আবিষ্কার গ্রহগুলোর জন্ম সম্পর্কে নতুন তথ্য দেবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১