আপডেট : ২৫ April ২০১৮
প্রযুক্তি বিশ্বে ইন্টারনেট অব থিংস বা আইওটি এখন অন্যতম আলোচিত বিষয়। এর মাধ্যমে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করেই দূর থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য নিয়ন্ত্রণ করা সম্ভব। আইওটির জনপ্রিয়তার বিষয়টিকে সামনে রেখে আইওটি ডিভাইস আমদানির একটি নির্দেশিকা প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির এ নির্দেশিকায় বলা হয়েছে, স্মার্ট সিটি নির্মাণেও নানাভাবে আইওটি ডিভাইস ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে আছে বাসা-বাড়ির অটোমেশন, বিদ্যুৎ ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, যানবাহন, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা স্মার্ট পার্কিং। মূলত উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যবহারকারীরাও যেন নির্বিঘ্নে আইওটি ডিভাইস আমদানি করতে পারে সেজন্যই এ নির্দেশিকা তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেছে বিটিআরসি। এ নির্দেশিকায় বলা হয়েছে, আইওটি ডিভাইসসমূহ প্রান্তিক যন্ত্রপাতি এবং বেতার তরঙ্গ ব্যবহারকারী সেন্সর যন্ত্রাদি হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ (সংশোধিত ২০১০) এবং আমদানি নীতি আদেশ ২০১২-২০১৫ অনুযায়ী আইওটি ডিভাইস আমদানির ক্ষেত্রে বিটিআরসির কাছ থেকে পূর্বানুমতি গ্রহণ করতে হবে। আমদানিকারক হিসেবে এনলিস্টমেন্ট সার্টিফিকেট গ্রহণের জন্য ২৫ হাজার টাকা এবং এর সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। প্রতিবছর এই এনলিস্টমেন্ট সার্টিফিকেট নবায়ন করতে হবে। তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য অনাপত্তিপত্র গ্রহণের ক্ষেত্রে এনলিস্টমেন্ট সার্টিফিকেট গ্রহণের বাধ্যবাধকতা থাকছে না। এ ক্ষেত্রে আবেদনপত্র প্রক্রিয়াকরণ ও আবেদন ফরমের জন্য নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। এ ছাড়া আইওটি ডিভাইসসমূহ ডাটা সংগ্রহ করার ক্ষেত্রে মোবাইল অপারেটর, শর্ট রেঞ্জ ডিভাইস ও আইএসএম (ইন্ডাস্ট্রিয়াল, সায়েন্টিফিক ও মেডিকেল) তরঙ্গ ব্যবহার করায় তরঙ্গও নির্ধারণ করে দিয়েছে বিটিআরসি। প্রাথমিকভাবে পাঁচটি ভিন্ন রেঞ্জের তরঙ্গের কথা নির্দেশিকায় বলা হলেও ভবিষ্যতে আইওটি ডিভাইসের বিস্তার বাড়লে তরঙ্গগুলো পুনর্বিবেচনার কথা জানিয়েছে বিটিআরসি। এর বাইরে সিম ভিত্তিক নয়, এমন আইওটি ডিভাইসের ক্ষেত্রে তরঙ্গ প্রতিবন্ধকতা তৈরি হলে পুনরায় অনুমোদন না পাওয়া পর্যন্ত ওই নির্দিষ্ট এলাকায় আইওটি ডিভাইস ব্যবহার বন্ধ রাখতে হবে। আইওটি ডিভাইসের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার আউটপুট হবে ১ থেকে ২ ওয়াট/৩০ থেকে ৩৩.০১ ডেসিবল মিলিওয়াট।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১