আপডেট : ২৫ April ২০১৮
সৌদি বাদশাহ সালমান আজ রিয়াদের কাছে একটি বিনোদন নগরীর নির্মাণ কাজের উদ্বোধন করবেন। দেশটির তেলনির্ভর অর্থনীতিতে ভিন্নতা আনার প্রচেষ্টার প্রেক্ষাপটে মাল্টি বিলিয়ন ডলারের যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে এটি তারই অংশ। খবর ইন্টারনেট। রিয়াদের দক্ষিণ-পশ্চিমের কিদিয়া শহরে ৩৩৪ বর্গকিলোমিটারের এ মেগা প্রকল্পে থিম পার্ক, মটর স্পোর্ট সুবিধা ও একটি সাফারি পার্কসহ ওয়াল্ট ডিজনি থাকবে। প্রকল্প কর্মকর্তা ফাহাদ বিন আবদুল্লাহ তৌসি বলেন, এ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় ৩ হাজার কোটি ডলার (৩০ বিলিয়ন) সাশ্রয় হবে। এ অর্থ দিয়ে অভ্যন্তরীণ অর্থনীতির উন্নয়ন ও সৌদির যুবসমাজের জন্য নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করা যাবে। ২০২২ সালের মধ্যে এ বিনোদন শহরের নির্মাণকাজ শেষ হবে। কিদিয়ার প্রধান নির্বাহী মিশেল রিনিঞ্জার বলেন, এ প্রকল্প বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে তিনি আশা করেন। যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ‘ভিশন-২০৩০’ সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এ শহরটি নির্মাণ করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১