বাংলাদেশের খবর

আপডেট : ২৫ April ২০১৮

কক্সবাজারে জাতীয় ভর্তা প্রতিযোগিতা


জাতীয় ভর্তা প্রতিযোগিতার গালা রাউন্ড অনুষ্ঠিত হবে কক্সবাজারে। ১৪ মে এ রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয় পর্বে নির্বাচিত পাঁচজন রন্ধনশিল্পী অংশ নেবেন গালা রাউন্ডে।

তারা হলেন— ইলিশ মাছ দিয়ে শিমের বিচির ভর্তার জন্য ফাতেমা জাহান, রুই মাছের সঙ্গে মাশরুমের ভর্তার জন্য মাহমুদা নাজনীন, ফলি মাছের ভর্তার জন্য রেহানা সিদ্দিকী লিজা, চুই ঝালে চ্যাপা ভর্তার জন্য লুৎফুন নাহার এবং লাউপাতায় চিংড়ি ভর্তার জন্য রাবেয়া সুলতানা লিজা।

দেশের বিভিন্ন এলাকা থেকে রন্ধনশিল্পীরা নানা পদের ভর্তা নিয়ে হাজির হয়েছেন চ্যানেল আইয়ের ছাদে। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে যোগ দিতে এসেছিলেন তারা। প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির হন— ফরিদুর রেজা সাগর, ফেরদৌস আরা, কেকা ফেরদৌসী, আমীরুল ইসলামসহ আরো অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১