আপডেট : ২৪ April ২০১৮
ঢাকায় তুরাগ পরিবহনের বাসে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া তিনজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গুলশান থানা পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম গোলাম নবী মঙ্গলবার এ আদেশ দেন। আসামিরা হলেন- ওই বাসের চালক রোমান, বাসের হেলপার নয়ন ও ভাড়া আদায়কারী মনির। রিমান্ড আবেদনে বলা হয়, বাসের চালক ও হেলপার ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করে। একসময় তারা যৌন হয়রানির চেষ্টা করে। সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে পরে তাদের গ্রেফতার করা হয়। প্রকৃত ঘটনা জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। তবে চালক ও হেলপার এ ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করেছে। আসামিপক্ষের উকিল ইকবাল হোসেন ও হাতেম আলী এটাকে মিথ্যা মামলা হিসেবে আখ্যায়িত করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে সায়দাবাদ এলাকা থেকে রোমান, মনির ও নয়নকে গ্রেফতার করে পুলিশ। উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অভিযোগে রোববার বিকেলে ওই ছাত্রীর স্বামী বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামেন। উত্তরায় যাত্রাবাড়ী থেকে আবদুল্লাহপুরগামী তুরাগ পরিবহনের বাসগুলো পৌঁছালেই সেগুলো আটকে দেওয়া হয়। সোমবার বিকেলে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের সামনে সারি বেঁধে তুরাগ পরিবহনের বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অভিযুক্ত বাসচালক ও তার সহকারীকে গ্রেফতার করার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। তবে অভিযুক্ত ব্যক্তিরা গ্রেফতার হওয়ার পরই সোমবার রাতে বাসগুলো পুলিশকে বুঝিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১