আপডেট : ২৪ April ২০১৮
আফগানিস্তানে চিকিৎসা পেশার সঙ্গে জড়িত তিন ভাইকে শিরশ্ছেদ করে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে ঘটনাটি ঘটেছে বলে গতকাল সোমবার এক প্রাদেশিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে। পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের এই প্রদেশটিতে এখনো আইএসের শক্ত অবস্থান আছে। গত শনিবার রাতে চাপারহার জেলায় ওই তিন ভাইকে হত্যা করা হয় বলে জানিয়েছেন নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি। নিহতদের মধ্যে বড় জন ২৭ বছর বয়সী নিসার তারেলিওয়াল একজন চিকিৎসক ছিলেন, একটি বেসরকারি ক্লিনিকে তিনি কাজ করতেন। মেঝ ভাই ২৪ বছর বয়সী নায়িম টিকা কর্মসূচির প্রচারক ছিলেন এবং ছোটজন ১৯ বছর বয়সী আবদুল ওয়াহাব মেডিকেলের ছাত্র ছিলেন। খোগিয়ানি জানিয়েছেন, নিহতদের পিতাও চিকিৎসক ছিলেন। তাকে গত বছর একইভাবে হত্যা করেছিল আইএস। এদিকে আরেকটি ঘটনায় প্রদেশটির রোদাত জেলায় ১১ কৃষককে অপহরণ করেছে জঙ্গিগোষ্ঠীটি। পরে দুজনকে মুক্তি দিলেও বাকিদের জিম্মি করে রাখে তারা। পপি ক্ষেতে কাজ করার সময় ওই কৃষকদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন প্রাদেশিক পরিষদের ডেপুটি চেয়ারম্যান লাল মোহাম্মদ দুরানি। এই দুটি ঘটনার বিষয়ে দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি আইএস।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১