বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০১৮

পরিচালকের মামলায় বেসিস সদস্য গ্রেফতার


দেশের সফটওয়ার খাতের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সদ্য নির্বাচিত পরিচালক লুনা শামসুদ্দোহার মামলায় একই সংগঠনের সদস্য বেঙ্গল ক্রিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১০ এপ্রিল গুলশান থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলার ভিত্তিতে রোববার তাজুল ইসলামকে গুলশান থানা পুলিশ গ্রেফতার করেছে। তাজুল ছাড়াও এ মামলায় আসামি হিসেবে আরো দুই জনের নাম রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক বাংলাদেশের খবরকে বলেন, গতকাল তাজুল ইসলামকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছিল। আজ সোমবার সকালে তাকে কোর্টে চালান করা হয়েছে। তবে এই প্রতিবেদককে আদালতের কোনো সিদ্ধান্ত সম্পর্কে তিনি জানাতে পারেননি।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বেসিস নির্বাচন ইস্যু নিয়ে তথ্যপ্রযুক্তি আইনে দায়েরকৃত এই মামলায় গুলশান থানা পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছিল। তবে মহানগর হাকিম এই রিমান্ড নামঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণ করেছেন। নির্ধারিত তারিখে পরবর্তী শুনানিতে জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১