বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০১৮

কানাডায় গাড়ি চাপা দিয়ে ১০ জনকে হত্যা


কানাডার টরোন্টোয় ব্যস্ত রাস্তায় পথচারীদের ওপরে ভ্যান চালিয়ে চাপা দিয়ে দশজনকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে সংঘটিত এই হামলার ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হওয়ার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ হামলাকে মর্মান্তিক এক কাণ্ডজ্ঞানহীন হামলা হিসেবে অভিহিত করেছেন।

হামলার পর কাছাকাছি যায়গা থেকে অ্যালেক মিনাসিয়ান নামের ২৫ বছর বয়সী এক সন্দেহভাজন তরুণকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে বিবিসি। টরোন্টোর পুলিশ বিভাগের প্রধান মার্ক সন্ডার্স এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার ধরন দেখে তারা নিশ্চিত যে, এই হামলা ‘ইচ্ছাকৃতভাবে’। তবে হামলার কারণ এখনো জানা যায়নি।

দুপুরের খাবার সময় ফিঞ্চ এভিনিউ ও ইয়ঞ্জ স্ট্রিটের প্রায় দুই কিলোমিটার ফুটপাতে মানুষের মধ্যে দিয়ে সাদা রঙের ওই ভাড়া করা ভ্যান ক্রমেই চালিয়ে নিয়ে যায় হামলাকারী। ওই ভ্যানের পেছনে থাকা এক গাড়ির চালক স্থানীয় সিটি নিউজকে বলেন, সামনে যা পড়ছিল, সবকিছুকে দলে পিষে যাচ্ছিল ওই ভ্যান। মানুষ, পানির কল, ডাক বাক্স- সব কিছু উপেক্ষা করে বেপরোয়াভাবে চালাচ্ছিলেন ওই ভ্যান চালক। ওই পরিস্থিতিতে পেছন থেকে হর্ন বাড়িয়ে পথচারীদের সতর্ক করার চেষ্টা করেন পেছনের গাড়ির ওই চালক। তিনি জানান, ভ্যানের ধাক্কায় ছয় থেকে সাতজনকে উড়ে গিয়ে রাস্তায় পড়তে দেখেন তিনি।

হামলার পর সশস্ত্র পুলিশ ও উদ্ধারকর্মীদের রাস্তার ওপরে আহতদের জরুরি চিকিৎসা দিতে দেখা যায়। তারা কমলা রঙের বডি ব্যাগে করে লাশ তুলেন অ্যাম্বুলেন্সে। একটি মোড়ের কাছে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। সিবিসি টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থল থেকে কয়েকটি রাস্তা দূরে এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করছে। ওই তরুণ তখন পুলিশের দিকে কোনো একটি বস্তু তাক করে চিৎকার করে বলছিল- ‘কিল মি’ বলে।

গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে হামলার বেকশ কয়েকটি ঘটনা ঘটলো। এর মধ্যে ২০১৭ সালে অক্টোবরে নিউ ইয়র্কে বাইসাইকেলের রাস্তায় ভ্যান চালিয়ে আটজনকে হত্যার ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই সেসব হামলার দায় স্বীকার করেছে জঙ্গি দল আইএস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১