আপডেট : ২৪ April ২০১৮
হঠাৎ করেই বিয়ের সাজে চিত্রনায়ক নিরব ও জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশাকে দেখা গেল। নিরব তো পুরোদস্তুর আধুনিক বর হয়ে গেছেন, পাশে কনে হিসেবে উপস্থিত তিশা। তিশার শরীরে দামি শাড়ি, সেই সঙ্গে অলঙ্কার। এই সাজে দু’জনকে যে মানিয়েছে বেশ তা বলার অপেক্ষা রাখে না। ঘটনা কী? কোনো ছবির শুটিং? না, তাহলে? নাকি কোনো টেলিভিশন বিজ্ঞাপন কিংবা কোনো বিশেষ নাটক? না, তাহলে? ভক্তদের এমন নানা প্রশ্নে নিরব জখন জর্জরিত তখন যোগাযোগ করা হয় নিরবের সঙ্গে। তিনিই বিষয়টি খোলাসা করলেন। নিরব জানালেন, এটি একটি ব্রাইডল ফটোশুটের ছবি। ঢাকার ফ্যাশন হাউজ ভাসাভি বিয়ের ফটোশুটের আয়োজন করে। আর এতেই মডেল হন তিনি ও তিশা। এর আগে অভিনেত্রী শবনম ফারিয়া ও মেহজাবিনের সঙ্গে ব্রাইডল ফটোশুটে অংশ নেন নিরব। এবার জনপ্রিয় অভিনেত্রী তিশার সঙ্গে বরের সাজে ফটোশুটে অংশ নিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১