আপডেট : ২৪ April ২০১৮
নতুন পরিচয়ে বলিউডে আসছেন ‘পদ্মাবত’ খ্যাত নায়িকা দীপিকা পাড়ুকোন। বলিউডজুড়ে এমন খবরই মুখে মুখে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রযোজক হিসেবে আসতে যাচ্ছেন তিনি। নিজের প্রোডাকশন হাউজ খোলার প্রস্তুতি সেরে ফেলেছেন এরই মধ্যে। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার। এ ব্যাপারে দীপিকা ভারতীয় গণমাধ্যমকে জানান, তিনি একটি প্রোডাকশন হাউজের মালিক এবং প্রযোজক হতে চান। কারণ হিসেবে দীপিকা বলেন, ‘আমি মনে করি আমার মন-মানসিকতা প্রযোজকদের মতো। তবে আমি টাকা কামানোর জন্য প্রযোজক হতে চাই না।’ ২০০৬ সালে ‘ঐশ্বরিয়া’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করার মাধ্যমে রুপালি পর্দায় আসেন দীপিকা পাড়ুকোন। ক্যারিয়ারের লম্বা জার্নিতে অভিনয় করেছেন প্রায় ৩০টিরও বেশি ছবিতে। সম্প্রতি বলিউডে জোর গুঞ্জনও শোনা যাচ্ছে এ নায়িকাকে ঘিরে। আনুশকা শর্মার বিয়ের পোশাক দেখেই নাকি বিয়ের পিড়িতে বসার অনুপ্রেরণা পেয়েছেন তিনি। জানা গেছে, চলতি বছরের শেষের দিকে রণবীর সিংকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১