বাংলাদেশের খবর

আপডেট : ২৩ April ২০১৮

রাজপরিবারে নতুন অতিথি

সন্তানদের সাথে প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন ছবি : ইন্টারনেট


তৃতীয়বারের মতো মা হলেন ডাচেস অফ কেমব্রিজ । প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন দম্পতির ঘরে এলেন আরেকজন যুবরাজ।

সোমবার কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে প্রিন্স উইলিয়াম এবং কেটের তৃতীয় সন্তানের জন্মানোর খবর জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ডাচেস অফ কেমব্রিজ সুস্থ ভাবে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা এবং সন্তান উভয়েই ভাল আছেন।’ এ বারও লন্ডনের দ্য লিন্ডো উইং এফ সেন্ট ম্যারিস হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন কেট।

এ দিন হাসপাতালে উইলিয়াম এবং কেটের দুই সন্তান প্রিন্স জর্জ এবং প্রিন্সেস শার্লটও উপস্থিত ছিল। চলতি বছরেই উইলিয়ামের ভাই প্রিন্স হ্যারি এবং অভিনেত্রী মেগান মর্কেলের বিয়ের কথা। কেটের সন্তান সম্ভাবনার কারণেই বিয়ের তারিখ কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছিল বলে শোনা গিয়েছিল। এ বার সেই রয়্যাল বিয়ের প্রস্তুতি শুরু করবে রাজ পরিবার।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১