বাংলাদেশের খবর

আপডেট : ২৩ April ২০১৮

গাজীপুরে ১৩ জনের ফাঁসির রায়


গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রায় চব্বিশ বছর আগের এক হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে বলে জানা গেছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া সোমবার এই রায় ঘোষণা করেন।

এ প্রসঙ্গে আদালতের অতিরিক্ত পিপি মকবুল হোসেন কাজল জানান, রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি ছয় আসামি পলাতক রয়েছেন।   

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালে কালীগঞ্জের ঈশ্বরপুর গ্রামের ৪৫ বছর বয়স্ক বিল্লাল হোসেন বিলুকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহত বিল্লাল হোসেনের স্ত্রী কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার শুরু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১