বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০১৮

হবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৩


হবিগঞ্জের লাখাই উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো একজন। 

রোববার বিকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লাখাই ও বানিয়াচং থানা পুলিশ।  

নিহতরা হলেন লাখাই উপজেলার স্বজন গ্রামের কাদির মিয়ার ছেলে নুফুল মিয়া (৪৫), দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫) এবং বানিয়াচংয়ের হিয়ালা আগলা বাড়ির ফুল মিয়ার ছেলে মঈন উদ্দিন (১২)।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) দেওয়ান মো. নুরুল ইসলাম বলেন, বিকালে নুফুর ও আপন নামের দুই কৃষক বাড়ির পাশে হাওরে ধান তোলার কাজে ব্যস্ত ছিলেন।

“এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পাশের জমিতে কর্মরত শ্রমিকরা তাদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

ওসি নুরুল ইসলাম জানান, আপন মিয়ার শরীর ঝলসে গেছে। মরদেহ দুটি তাদের পরিবারের জিম্মায় রয়েছে।

বানিয়াচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, হিয়ালা আগলা বাড়ির মঈন উদ্দিন বাড়ির পার্শ্ববর্তী মাঠে খেলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১