আপডেট : ২২ April ২০১৮
চলতি এইচএসসিতে সোমবারের ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার নেত্রকোনার দুর্গাপুরের একটি কেন্দ্রে আগামীকালের পরীক্ষার প্রশ্নপত্র ভুল করে কেন্দ্রে নিয়ে প্যাকেট খুলে ফেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে পরীক্ষা স্থাগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে আগামী ১৪ মে এই বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, অনিবার্য কারণে ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তিনি আরো জানান, ভুল প্রশ্নপত্র দেওয়ার সঙ্গে যারা দায়ী ছিলেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নফাঁস রোধে এবার সব সেট প্রশ্নপত্র কেন্দ্রে নেওয়া হয়। এরপর সব পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে তা নির্ধারণ করা হয়। এটিসহ আরও কিছু পদক্ষেপ নেওয়ায় এবার প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়া যায়নি। তবে ভুল করে কিছু কেন্দ্রে নির্ধারিত সেটের বাইরে ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। ২ এপ্রিল থেকে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১