বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০১৮

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৩১

আফগানিস্তানের কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে  আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে ছবি : ইন্টারনেট


আফগানিস্তানের কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে  আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত হয়েছেন।  হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

বিবিসি সূত্রমতে,  রোববার দেশটির রাজধানীতে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করেছে বলে জানিয়েছে নিউজ এজেন্সি আমাক। বোমা হামলার সময় ওই কেন্দ্রে ভোটার নিবন্ধনের কাজ চলছিল বলে জানা যায়। ওই কেন্দ্রের বাইরে মানুষ নিজেদের নাম নিবন্ধনের জন্য অপেক্ষা করছিল। ওই সময়ই একজন আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাস্থলে শিশুদের নিয়ে নারীরাও এসেছিলেন পরিচয়পত্র সংগ্রহ করতে।

চলতি মাসেই দেশটিতে ভোটার নিবন্ধনের কাজ শুরু হয়।আগামী অক্টোবরে আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। তার প্রস্তুতি হিসেবে পুরো আফগানিস্তানজুড়ে ভোটার রেজিস্ট্রেশন সেন্টার স্থাপন করা হয়েছে। এর মধ্যে হামলা হতে পারে, সেই আশঙ্কা আগে থেকেই করেছিলেন অনেকে।

কাবুলের ওই এলাকায় সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের বসবাস। এর আগেও আইএস বেশ কয়েকবার এই এলাকায় প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিল।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১