বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০১৮

থ্রিডি প্রিন্টারে তৈরি হবে মানবদেহের টিস্যু


কম্পিউটারে যখন কোনো একটি পার্টস অকেজো হয়ে যায় তখন আমরা খুব সহজেই সেটি বদলে নতুন একটি পার্টস প্রতিস্থাপন করে নিতে পারি। এক সময় একই কাজ করা যাবে মানবদেহেও। আর সেটি সম্ভব হবে থ্রিডি প্রিন্টারের মাধ্যমে।

সুইডিশ প্রতিষ্ঠান সেললিঙ্ক ‘বায়ো এক্স’ নামে এমন একটি থ্রিডি প্রিন্টার তৈরি করেছে, যা মানবদেহের জন্য টিস্যু বা কলা তৈরি করতে সক্ষম।

থ্রিডি বায়োপ্রিন্টিং বর্তমান সময়ের অন্যতম আলোচিত একটি প্রযুক্তি। এক সময় শুধু সায়েন্স ফিকশনের পাতায় এমন ঘটনার দেখা পেলেও সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান এই অলীক কল্পনাকেই বাস্তবে রূপ দিতে কাজ করছে।

বায়ো এক্স নামের এ প্রিন্টারটি অনেকটা সাধারণ থ্রিডি প্রিন্টারের মতোই কাজ করে। একটির ওপর আরেকটি স্তর জুড়ে দিয়ে কাঙ্ক্ষিত বস্তুটি তৈরি করে এ প্রিন্টার। এছাড়া টিস্যু প্রিন্ট করার ক্ষেত্রে একেবারে আসল রূপ দিতে বিভিন্ন ধরনের বায়োম্যাটেরিয়াল যুক্ত করারও সুযোগ থাকছে এ বায়ো প্রিন্টারে।

বর্তমানে একেবারে স্বল্প পরিসরে মানবদেহের জন্য টিস্যু তৈরির কাজ করছে সেললিঙ্ক। একেবারে পরীক্ষামূলক পর্যায়ে বলা যেতে পারে। তবে ভবিষ্যতে এর মাধ্যমে আরো গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হূদপিণ্ড কিংবা কিডনি তৈরি করা সম্ভব হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১