আপডেট : ২২ April ২০১৮
লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে জোছনা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুজনসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার সকালে গৃহবধূর মরদেহ সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় সুজনসহ অন্যরা। সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিয়ের পর থেকে জোছনা বেগম ও তার পরিবারকে যৌতুকের জন্য চাপ দিচ্ছিল স্বামী সুজন ও তার পরিবারের সদস্যরা। এ নিয়ে প্রায় জোছনাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত তারা। যৌতুকের জন্য গত শুক্রবার দিনে ও রাতে সুজন ও তার পরিবারের সদস্যরা একাধিকবার নির্যাতন চালায় গৃহবধূর ওপর। নির্যাতনে রাতের কোনো একসময় মারা যান তিনি। ঘটনা ধামাচাপা দিতে রোগী সাজিয়ে সকালে মরদেহ সদর হাসপাতালে নিয়ে যায় সুজন ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে তারা সদর হাসপাতালের জরুরি বিভাগে গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, সকালে জোছনা বেগম নামে এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে তার স্বামী সুজনসহ কয়েকজন। পরে হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যায় তারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১