আপডেট : ২২ April ২০১৮
বাংলাদেশ ক্রিকেটের বাইরে যে কয়টি খেলায় কিছু কিছু আন্তর্জাতিক সাফল্য লাভ করেছে তার মধ্যে রয়েছে আর্চারি। বাংলাদেশ আর্চারি ফেডারেশন তাই এই খেলাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে। সেই সঙ্গে তাদের লক্ষ্য সারা দেশ থেকে প্রতিভা খুঁজে বের করা। আপাতত ১২টি জেলাকে নিয়ে শুরু হতে যাচ্ছে আর্চারি প্রতিভা অন্বেষণ কর্মসূচি। আগামীকাল সোমবার ফরিদপুরে শুরু হবে এই কার্যক্রম। এক সপ্তাহ প্রশিক্ষণ শেষে প্রত্যেক জেলা থেকে দুজনকে চূড়ান্ত পর্বের প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে। ১২টি জেলা থেকে ২৪ জন তীরন্দাজ বাছাই করে তাদের নিয়ে দীর্ঘমেয়াদি অনুশীলন হবে। সেখান থেকে সেরাদের বাছাই করে নেওয়া হবে জাতীয় দলে। গতকাল শনিবার এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দীন চপল বলেন, ‘আমরা ভবিষ্যৎ তীরন্দাজের খোঁজে এই কর্মসূচির আয়োজন করেছি। আশা করি এই আয়োজনের মাধ্যমে প্রতিভাবান তীরন্দাজ খুঁজে পাব।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১