বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০১৮

খালেদার বিচারে স্বচ্ছতা দেখতে চায় যুক্তরাষ্ট্র

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফাইল ফটো


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের রায়ে স্বচ্ছতা দেখতে চায় যুক্তরাষ্ট্র। কেবল রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে সরকার কাউকে জেলবন্দি করে রাখতে পারে না বলে মনে করে দেশটি।

২০১৭ সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গত শুক্রবার ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন অবস্থানের কথা জানান ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরো প্রধান অ্যাম্বাসেডর মাইকেল জি কোজাক।

আদালত খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া প্রসঙ্গে মাইকেল কোজাক বলেন, তার সম্পর্কে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারের আহ্বান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে কারো কারাদণ্ড হতে পারে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১