আপডেট : ২১ April ২০১৮
১১ এপ্রিল রাজধানীতে উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় এক তরুণীর খণ্ডিত লাশ । এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। দশ দিন পেরিয়ে গেলেও তদন্তের কোনো অগ্রগতি নেই।পরিচয় না পাওয়ায় হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের খুঁজে বের করতে পারেনি পুলিশ। ১১ এপ্রিল ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী প্রধান সড়ক একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে এক তরুণীর মৃতদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। ওই তরুণীর দেহের কোমর থেকে নিচের অংশ ব্যাগে ভরা ছিল। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ শুক্রবার বলেন, “ওই তরুণীর দেহের উপরের অংশ পাওয়া যায়নি। কোনো পোশাকও ছিল না। কেউ থানায় এসেও অভিযোগও করেনি। তাই কোনো ক্লু পাওয়া যাচ্ছে না।” যে স্থানে ব্যাগটি পাওয়া গিয়েছিল, ওই এলাকার একজন বাসিন্দা বলেন, “সম্ভবত নিহত নারী অন্য কোনো এলাকার। হত্যার পর ব্যাগে ভরে কোনো গাড়ি করে এনে লাশের খণ্ডাংশ এখানে রেখে যায়।” তার ধারণা, অন্য কোথাও হত্যার পর লাশের খণ্ডাংশ মহাসড়কের পাশে এনে ফেলা হয়। তিনি বলেন, কুতুবখালী রাস্তার দক্ষিণপাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে মানুষ জড়ো হয়। একজন কৌতূহলবশত ব্যাগের চেইন খুলতেই মৃতদেহ দেখতে পায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, যে ব্যাগটিতে মৃতদেহ পাওয়া যায় তা ভ্রমণের সময় ব্যবহার করা হয়। এই ধরনের ব্যাগ বহন করলে কারও সন্দেহ হওয়ার কথা নয়। পুলিশ পরিদর্শক তোফায়েল দাবি করেন, তদন্ত না এগোলেও আমরা বসে নেই। তিনি বলেন, “প্রতিদিন ফলোআপ করছি- দেহের বাকি অংশ দেশের কোথাও পাওয়া গেল কি না। সারা দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে মেসেজ দেওয়া হয়েছে।”
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১