আপডেট : ২১ April ২০১৮
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে অভিশংসনের নোটিশ দিয়েছে ভারতের সাত বিরোধী দল। গতকাল শুক্রবার ভাইস প্রেসিডেন্ট ও রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইড়ুর কাছে লিখিত এই নোটিশ জমা দেওয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি। কংগ্রেস, এনসিপি, সিপিআই (এম), সিপিআই, সমাজবাদী পার্টি, আইইউএমএল ও বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) মিলিতভাবে এই নোটিশ দেয়। এক সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতারা জানান, ‘অনেক দুঃখের সঙ্গে এই পদক্ষেপ নিতে হয়েছে। নির্বাহী বিভাগের হস্তক্ষেপের মুখে বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখতে না পারায় প্রধান বিচারপতিকে অভিশংসনের নোটিশ জানানো হয়েছে।’ এই নোটিশের প্রতি রাজ্যসভার ৬০ জনের বেশি সদস্যের সমর্থন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়। অভিশংসন প্রস্তাবে স্বাক্ষরকারীদের মধ্যে বহুজন সমাজবাদী পার্টি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল), সমাজবাদী পার্টি, সিপিআই, সিপিআই (এম), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং কংগ্রেস থেকে নির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন। গত বৃহস্পতিবার বিচারপতি দীপক মিশ্রের গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ জানায় বিচারক বিএইচ লোয়ার মৃত্যু ঘটনার কোনো তদন্ত করা হবে না। বিজেপি সভাপতি অমিত শাহর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বিচারক লোয়ার ২০১৪ সালে হূদরোগে মারা যান। ধারণা করা হচ্ছে, মৃত্যু ঘটনার তদন্ত না করার সিদ্ধান্তের কারণেই প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১