আপডেট : ২১ April ২০১৮
এবার গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তমা মির্জা। শাহেদ চৌধুরী পরিচালিত ‘গুপ্তচর’ ছবিতে দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। গতকাল বিকালে বাংলাদেশের খবরকে এমনটাই জানিয়েছেন তমা মির্জা। তমা মির্জা বলেন, ‘বৃহস্পতিবার এ ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছি। মে মাসের মাঝামাঝি থেকে চিত্রায়ণে অংশ নেব। গোয়েন্দা চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছি। ভীষণ চ্যালেঞ্জিং হবে কাজটি আমার জন্য।’ এতে অভিনয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবেন জানিয়ে তিনি আরো বলেন, ‘চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এক দম্পতির খুনের তদন্ত ঘিরে নির্মিত হবে ছবিটি। এ খুনকে কেন্দ্র করে গোয়েন্দাদের বিভিন্ন কার্যকলাপ দেখা যাবে গল্পে।’ আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হবে তমা মির্জা অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির চিত্রায়ণ। তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ নির্মাণ করছেন এ ছবিটি। এতে তমার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক নিরব। এ ছাড়া ‘পাপ কাহিনী’ এবং ‘কে’ শিরোনামের দুটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শিগগিরই ছবিগুলোর চিত্রায়ন শুরু হবে বলে জানিয়েছেন তমা মির্জা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১