আপডেট : ২০ April ২০১৮
দশ বছর পর ফের সালমান খানের বিপরীতে অনস্ক্রিন রোমান্স করতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। বহু স্ক্রিপ্ট পড়ার পর অবশেষে আলী আব্বাস জাফরের ‘ভারত’-এ অভিনয় করবেন বলে ঠিক করেছেন বলিউডের ‘দেশি গার্ল’। ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগি’, ২০০৭ সালে ‘সালাম-এ-ইশক’ এবং ২০০৮ সালে ‘গড তুসি গ্রেট হো’- এই তিন ছবির পর এবার ‘ভারত’। ফের সালমান-প্রিয়াঙ্কার কেমিস্ট্রি দেখবে দর্শক- ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক আলী আব্বাস জাফর। এ ব্যাপারে গণমাধ্যমে প্রিয়াঙ্কা বলেন, ‘দীর্ঘ সময় পর সালমান ও আলীর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। এর আগে ওদের থেকে অনেক কিছু শিখেছি। এবার কী ঘটতে চলেছে তা দেখার জন্য প্রবল উৎসাহে রয়েছি।’ একটি পরিণত প্রেমের গল্পে নির্মিত হবে ‘ভারত’। ভারতের শুরু ১৯৪৭ থেকে শেষ ২০০০ সালে। একটি দেশ ও ব্যক্তির সফরই হলো ‘ভারত’। ‘ভারত’ পরিবারে প্রিয়াঙ্কাকে স্বাগত জানিয়ে প্রযোজক অতুল অগ্নিহোত্রী জানিয়েছেন, ‘এই চরিত্রের জন্য প্রিয়াঙ্কাই সেরা।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১