বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০১৮

রাজার মেয়ে রাকা


বড়পর্দায় অভিষেক হচ্ছে নবাগতা রাকা বিশ্বাসের। আবু সুফিয়ান পরিচালিত ফোক ঘরানার ‘প্রেমের কেন ফাঁসি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আসছেন তিনি। আজ সারা দেশের প্রায় ৫০টি হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

রাকা বিশ্বাস বলেন, ‘ছবির পরিচালককে মন থেকে ধন্যবাদ দিতে চাই। শুটিংয়ের সময় আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমার কাজের প্রশংসা করেছেন। তাতে আমার আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গিয়েছিল।’

রাকা আরো বলেন, ‘ছবিতে রাজার মেয়ের চরিত্রে অভিনয় করেছি আমি। ছবির গল্পে ভিন্নতা রয়েছে। আশা করি ছবিটি দর্শকদের পছন্দ হবে।’

ফোক ঘরানার এই ছবি দর্শক কেন দেখবেন- এমন প্রশ্নের উত্তরে পরিচালক আবু সুফিয়ান বলেন, আসলে ফোক ছবি দর্শক সব সময়ই দেখে। আমাদের দেশে ‘বেদের মেয়ে জোসনা’ মাইলফলক হয়ে আছে। একইভাবে ‘রঙ্গিন রূপবান’সহ আরো অসংখ্য ছবি আছে, যা দর্শক পছন্দ করেছে। আমি মনে করি এখনো ফোক ছবির সময় শেষ হয়ে যায়নি, কখনোই শেষ হবে না।

ছবিতে আরো অভিনয় করেছেন উজ্জ্বল, ড্যানি সিডাক, সাদেক বাচ্চু, রেবেকা, শিমু আহমেদ, শাহেন শাহ প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১