বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০১৮

কোনালের ‘তুমি নেই বলে’


‘তুমি নেই বলে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী কোনাল। গানের কথা লিখেছেন জাহাঙ্গীর রানা। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শান। দ্বৈত এ গানটিতে কোনালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতে অংশ নিয়েছেন তারা।

গানটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘অসুস্থ শরীরে গানটি গেয়েছি। সহশিল্পী শান ভাই খুব সহযোগিতা করেছেন। অনেক দিন পর খুব চমৎকার একটা গান গাইলাম। ভালো গানে কণ্ঠ দিতে বরাবরই ভালো লাগে। আমি আসলে যে ধরনের গানগুলো গাইতে পছন্দ করি এ গানটি তেমনই। আশা করছি এ গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

সময় পেলে গানটির ভিডিও নির্মাণ আরো ভালো হতো উল্লেখ করে কোনাল বলেন, ‘খুব অল্প সময়ে আমরা ভিডিওটি করেছি। খুব বিগ বাজেট নিয়ে ভিডিও করা হয়নি। গানটির প্রমোশনের জন্য একটা ভিডিও দরকার সেই হিসেবে ভিডিওটি করা। তবে গানটি শ্রোতাদের ভালো লাগবে, এটা কনফার্ম।’

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশিত হয়েছে গানটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১