বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০১৮

জাজের নায়িকা বাঁধন!


জাজ মাল্টিমিডিয়ার ব্যানার ধরে নায়িকা খ্যাতি পেয়েছেন হালের অনেক অভিনেত্রী। মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, জলি, ফারিন, পূজা চেরির পর এবার সে তালিকায় যুক্ত হচ্ছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এমন খবরই ছড়িয়ে পড়েছে ঢালিউডে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন ছবি ‘দহন’। নির্মাতা রায়হান রাফি পরিচালনা করবেন ছবিটি। এ ছবিতে সিয়াম-পূজার সঙ্গে আরো একজন নায়িকা অভিনয় করবেন বলে জানানো হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কে হবেন জাজের নতুন মুখ? এমন প্রশ্নে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সে কুইজে নাম এসেছে তিশা, মেহজাবিন ও বাঁধনের। কুইজের সঠিক উত্তরদাতা পাবেন দশ হাজার টাকা পুরস্কার।

ঢালিউডে খবর ছড়িয়ে পড়েছে বাঁধনই হচ্ছেন জাজের নতুন মুখ। জানতে চাইলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বাংলাদেশের খবরকে হাসতে হাসতে বলেন, ‘এটা নিয়ে এখন কিছু বলতে চাই না। বললে তো কুইজের মজাটা নষ্ট হয়ে যাবে। এখনই নাম বলে দিলে তো আপনি দশ হাজার টাকা নিয়ে যাবেন। ৩০ এপ্রিল আনুষ্ঠানিক ঘোষণা দেব। সেদিনই সব জানানো হবে।’

‘দহন’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বাঁধনকেই এই ছবির জন্য চূড়ান্ত করা হয়েছে।’

সত্যতা জানতে চাইলে বাঁধন বলেন, ‘কারো সঙ্গেই আমার এ ব্যাপারে চূড়ান্ত কোনো কথা হয়নি। আমি এ ব্যাপারে এখনো কিছু জানি না। ছবিতে সাইন করার পর সবাইকে কনফার্ম করতে পারব।’ আপনি নাকি এ ছবির জন্য প্রস্তুতিও নিচ্ছেন? এমন প্রশ্ন উড়িয়ে না দিয়ে তড়িঘড়ি করে বাঁধন বলেন, ‘আমি এখনো এ ছবির জন্য সাইন করিনি। আমি এখন জিমে। তাই কথা বলতে পারছি না।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১