আপডেট : ১৯ April ২০১৮
এবার কোচিং সেন্টারের মালিককে মারধরের অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে। বৃহস্পতিবার নগরীর একটি থানায় এ অভিযোগ দায়ের করেন ইউনিএইড কোচিং সেন্টারের মালিক রাশেদ মিয়া। পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, জিইসি মোড়ের ইউনিএইডের মালিককে মারধর করা হয়েছে বলে রনি ও সহযোগী রাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রাশেদ মিয়াকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছয় মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, কোচিং সেন্টারের একটি কক্ষের চেয়ারে রাশেদ মিয়া বসা অবস্থায় রনি এসে তাকে চড়-থাপ্পড় দিতে থাকেন। টেবিল চাপড়িয়ে শাসাতেও দেখা যায় রনিকে। তাকে চুল ধরে টানা-হিঁচড়াও করেন রনি। এর আগে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় ও প্রবেশপত্র আটকে রাখার ঘটনা সমাধান করতে গিয়ে গত ৩১ মার্চ চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে লাঞ্ছিত করেন রনি। এ ঘটনায় জাহেদ খান চকবাজার থানায় রনির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। তবে জাহেদ খানের বিরুদ্ধে একই থানায় রনিও পাল্টা মামলা করেন। এ বিষয়ে ছাত্রলীগ নেতা রনি বলেন, রাশেদ মিয়া এবং আমি দেড় বছর ধরে জিইসি মোড়ে এমসিএইচ ও ইউনিএইড নামে দুটি কোচিং সেন্টার অংশীদারিত্বে পরিচালনা করে আসছি। তার কাছে আমার ৯ লাখ ৫০ হাজার টাকা পাওনা রয়েছে। আমার অজ্ঞাতে অন্য ব্যক্তির কাছে সেন্টার ভাড়া দেওয়া নিয়ে রাশেদের সঙ্গে ঝগড়া হয়। এ কারণে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে। তিনি বলেন, বৃহস্পতিবার চকবাজার এলাকার কথিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে নিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে দেখা করেন রাশেদ। এরপর তিনি পাঁচলাইশ থানায় এসে একটি অভিযোগ করেন। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১