বাংলাদেশের খবর

আপডেট : ১৯ April ২০১৮

পুলিৎজার জিতে র্যাপারের ইতিহাস


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার র্যাপার কেন্ড্রিক ল্যামার পুলিৎজার পুরস্কার জিতলেন। ১০০ বছরের ইতিহাসে ক্লাসিক্যাল অথবা জ্যাজ মিউজিকের বাইরে প্রথম কোনো র্যাপারের পেল এই স্বীকৃতি।

সঙ্গীত বিভাগে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। আমেরিকার শিল্পকলা সবচেয়ে মর্যাদাসমপন্ন পুরস্কারগুলোর মধ্যে অন্যতম এটি। ২০১৭ সালের এপ্রিলে প্রকাশিত ড্যাম অ্যালবামের জন্য এই মর্যাদা পান ল্যামার। জ্যাজ, কবিতা ও ব্লুজের সঙ্গে সামাজিক বক্তব্য এবং প্রেমের গানের ফিউশনের সুবাদে সমসাময়িকদের মধ্যে সবচেয়ে অভিনব র্যাপারদের তালিকায় জায়গা করে নিয়েছেন কেন্ড্রিক ল্যামার। ৩০ বছর বয়সী এই তারকা সমকালীন আফ্রিকান-আমেরিকান জীবনের জটিলতা গানের মাধ্যমে নান্দনিকভাবে উপস্থাপন করেছেন। মনে করা হচ্ছে হিপ-হপ মিউজিকের ইতিহাসে পুলিৎজার পুরস্কার অনেক বড় ঘটনা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১