আপডেট : ১৮ April ২০১৮
দুই বাসের চাপায় কলেজছাত্র রাজীবের হাত হারানো এবং তার মৃত্যুতে সড়ক ব্যবস্থাপনার কোনো যোগসুত্র নেই এমনটাই দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে ঢাকার হাতিরঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনি বলেন, ‘সড়কের খারাপ-ভালো তো এর সঙ্গে জড়িত না। যারা চালাচ্ছে এবং গাড়িতে যারা আরোহী, তারা এর সঙ্গে দায়ী। হতে পারে ওই ছেলেটাও ভুল করতে পারে। তার দাঁড়ানোটা সঠিক নাও হতে পারে। এ ব্যাপারে চালকদের সচেতন হতে হবে।’ কারওয়ান বাজার মোড়ে ৩ এপ্রিল বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের প্রতিযোগিতার মধ্যে বিআরটিসির যাত্রী রাজীবের ডান কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে তার মাথার সামনের ও পেছনের হাড় ভেঙে যায় । মস্তিষ্কের সামনের দিকে আঘাত পান রাজিব। চিকিৎসকদের সর্বাত্বক চেষ্টার পরও লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান রাজিব। বুধবার একটি জাতীয় দৈনিকে রাজীবের মৃত্যুর জন্য সড়কের অব্যবস্থাকে দায়ী করা হলেও মন্ত্রী ওবায়দুল কাদের তা মানতে রাজি নন। তিনি বলেন, ‘ছেলেটার (রাজীব) হাত চলে গেছে। একটা ইমপরটেন্ট কাগজে আমি দেখলাম, সড়ক ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে। এর সঙ্গে সড়ক ব্যবস্থাপনার কী সম্পর্ক?’ মন্ত্রী হিসেবে তাহলে কাকে দায়ী করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “এ ব্যাপারে চালকদের সচেতনতা খুব জরুরি। এখানে সড়কের কোনো সম্পর্ক নেই। গাড়ি ওভারটেক করতে গিয়ে একজনের হাত গেল, এর সঙ্গে সড়কের কী সম্পর্ক?” বুধবার সকালে হাতির ঝিলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম বেলা সাড়ে ১১টার দিকে জানান, তারা ওই সময় পর্যন্ত ৩০টি অটোরিকশা, মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের চালককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১