আপডেট : ১৮ April ২০১৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র সামনে থেক নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে দলটি। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ওই পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে দীর্ঘদিন ধরে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাফরের নেতৃত্বে তিনজন কনস্টেবলসহ মোট চারজন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আজ তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ ব্যাপারে গুলশানের কূটনৈতিক অঞ্চল পুলিশের একজন কর্মকর্তা বলেন, কূটনৈতিক অঞ্চলে সব ধরনের কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। খালেদা জিয়ার বাসভবনের নিরাপত্তার বিষয়টি তারা দেখেন না। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালত-৫ গত ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি নাজিমউদ্দিন রোডের কারাগারে রয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১