আপডেট : ১৮ April ২০১৮
১৮৭৯ সালে জার্মানির মিউনিখ শহরে জন্মেছিলেন আইনস্টাইন। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান এবং বিশেষত আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯০৫ সালে বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্বটি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে বিশ্বে পরিচিতি দেয়। এই তত্ত্বটির কারণে গত শতাব্দী থেকে মানুষের চিন্তার জগতে এক আমূল পরিবর্তন ঘটেছে। আমাদের চারপাশের রহস্যময় প্রকৃতিকে আইনস্টাইন তার এই তত্ত্বটির মাধ্যমে ভালোভাবে বুঝতে সাহায্য করেছেন। এই একবিংশ শতাব্দীতেও তার প্রভাব কমেনি বরং বেড়েছে বহুগুণ। আপেক্ষিকতা ভিত্তিক বিশ্বতত্ত্ব, কৈশিক ক্রিয়া, পরিসাংখ্যিক বলবিজ্ঞানের চিরায়ত সমস্যাসমূহ ও কোয়ান্টাম তত্ত্বে তাদের প্রয়োগ, অণুর ব্রাউনীয় গতির একটি ব্যাখ্যা, আণবিক ক্রান্তিকের সম্ভ্যাব্য, এক-আণবিক গ্যাসের কোয়ান্টাম তত্ত্ব, নিম্ন বিকিরণ ঘনত্বে আলোর তাপীয় ধর্ম (যা ফোটন তত্ত্বের ভিত্তি রচনা করেছিল) ইত্যাদি বিষয়ে সফল গবেষণাকর্মের জন্য বর্তমান পৃথিবীটিকে আইনস্টাইনের পৃথিবী বললেও কোনো ভুল হবে না। ১৯৫৫ সালের ১৮ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তার ইচ্ছা অনুসারে মৃতদেহটা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। শোনা যায়, পরীক্ষার জন্য তার ব্রেইন কোনো গবেষণাগারে নিয়ে যাওয়া হয়েছিল। ১৯৯৯ সালে টাইম সাময়িকী আইনস্টাইনকে ‘শতাব্দীর সেরা ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে। আজ তার ৬৩তম মৃত্যুবার্ষিকী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১