আপডেট : ১৮ April ২০১৮
২০১৩ সালে অবসরের পর ২২ গজের পিচে সেই উইলো নিয়ে ব্যাট করতে নামার সুযোগ হয়নি শচীন টেন্ডুলকারের। তাই বলে ক্রিকেট খেলার সুযোগ পেলে তা লুফে নেবেন না, এটা পুরো ভুল ধারণা। মুম্বাইয়ের রাস্তায় হুট করেই ‘গলি ক্রিকেট’ খেলতে নেমে গেলেন ব্যাটিং ঈশ্বর। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তারই ছোটবেলার বন্ধু বিনোদ কাম্বলি। সেখানে দেখা যায়, শচীন গাড়ি থেকে নেমে যারা খেলছিল তাদের সঙ্গে হাত মেলান এবং এরপর খেলা শুরু করেন। পাশ দিয়ে যাওয়ার সময় অনেকেই বুঝতে পারেননি স্বয়ং শচীন খেলছেন রাস্তায়। অনেকেই তার দিকে এগিয়ে আসেন এবং সেই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করে রাখেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১