বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০১৮

পরীক্ষা হলে হাইটেক প্রতারণা


ছয় চীনা শিক্ষার্থীকে পরীক্ষায় পাস করাতে অভিনব হাইটেক প্রযুক্তির সাহায্যে প্রতারণা করেছেন সিঙ্গাপুরের এক শিক্ষক। ২০১৬ সালের অক্টোবরে দেশটির ও-লেভেল পরীক্ষায় ওই প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছিল বলে জানিয়েছে বিবিসি। চ্যানেল নিউজ এশিয়ার রিপোর্টে এই প্রতারণার কৌশলকে অত্যন্ত আধুনিক বলে অভিহিত করেছেন দেশটির ডেপুটি পাবলিক প্রসিকিউটর ভাদিভালাগান সানমুগা।

অভিযুক্ত শিক্ষক তান জিয়া ইয়ান একজন বেসরকারি শিক্ষক এবং তিনি আইফোনের ফেসটাইমস অ্যাপ্লিকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করেছিলেন। পরীক্ষার হলে প্রবেশের আগে শিক্ষার্থীরা তাদের ফোনের ফেসটাইমস অ্যাপ্লিকেশন ব্যবহার করে ওই শিক্ষককে ফোন দেয়। চামড়ার রঙের হেডফোন ব্যবহার করে পরীক্ষার হলেই শিক্ষার্থীরা ফোনের ওপাশে থাকা তান জিয়া ইয়ানের মাধ্যমে প্রশ্নের উত্তর জেনে নেয়। অভিযুক্ত ছয় শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা চলাকালে একজন শিক্ষার্থীর শরীর থেকে বিচিত্র শব্দ বের হতে শুরু করলে পুরো ব্যাপারটি হল পরিদর্শকের নজরে আসে। তিনি ওই শিক্ষার্থীকে ভিন্ন কক্ষে নিয়ে তল্লাশি করলে তার শরীরে গোপন করে রাখা মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস এবং চামড়ার রঙের হেডফোন পাওয়া যায়।

গত সোমবার ওই ঘটনার শুনানি অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরের বিশেষ আদালতে। তান জিয়া ইয়ান এবং তার তিন সহযোগীকে এই প্রতারণা মামলার আওতায় আনা হয়। তার তিন সহযোগীর মধ্যে একজন জেসাস এডুকেশন সেন্টারের প্রধান ফো ইয়োন নাই এবং তার দুই সহযোগী ফিওনা ফো মিন ও ফেং রিওয়েনের নাম জানা যায়। শিক্ষক তান জিয়া ইয়ানকে পৃথক পৃথক ২৭টি মামলায় অভিযুক্ত করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১