বাংলাদেশের খবর

আপডেট : ১৭ April ২০১৮

গুপ্তচরবৃত্তি ঠেকাতে চীনে ওয়েবসাইট


চীন রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি গুপ্তচরবৃত্তি ঠেকাতে মান্দারিন ও ইংলিশ ভাষায় একটি ওয়েবসাইট চালু করেছে। এর মাধ্যমে দেশটির নাগরিকরা ‘সমাজতান্ত্রিক ব্যবস্থা নিপাত যাক’-এর মতো জাতীয় নিরাপত্তা হুমকির বিষয়গুলো সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে পারবে বলে সিনহুয়ার খবরে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত রোববার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় ‘ডব্লিউডব্লিউডব্লিউ ডট ওয়ানটুথ্রিথ্রিনাইন ডট গভ ডট সিএন’ নামের ওয়েবসাইটটি চালু করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো চীনা নাগরিক বা বিদেশির সরকারি কিংবা সামরিক কর্মকর্তাকে ঘুষ প্রদান, দাঙ্গা বাঁধানোর উসকানি অথবা জাতিগত বিভেদ সৃষ্টি বা ঘৃণা ছড়ানোর মতো কিছু লিখলে বা প্রচারণা চালালে এই ওয়েবসাইটে তা অবহিত করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১