বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০১৮

আ.লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। আজ সোমবার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’র চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন তওফিক ইমামকে কো-চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও দলের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১