আপডেট : ১৬ April ২০১৮
দুই দলের কেউই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এর আগে জয়ের মুখ দেখেনি। একদিকে মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ানস। অপরদিকে বিতর্কিত মুহম্মদ শামির দিল্লি ডেয়ারডেভিলস। দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। এবার ছিল তৃতীয় ম্যাচ। দুই দলই শনিবার প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে। তবে রানের পাহাড় গড়েও মুম্বাই হেরে গেল দিল্লির বিপক্ষে। মুম্বাইয়ের ৭ উইকেটে ১৯৪ রানের জবাবে দিল্লি ৩ উইকেটে ১৯৫ রান করে। মোস্তাফিজের শেষ বলে এক রান নিয়ে জয় নিশ্চিত করেন দিল্লির জেসন রয়। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর। শুরু থেকেই অবশ্য মুম্বাই ব্যাটসম্যানরা আক্রমণের রাস্তায় হাঁটতে থাকেন। দুই ওপেনিং ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ও এভিন লুইসের চওড়া ব্যাটে ভর করে তরতর করে এগিয়ে যেতে থাকে মুম্বাই। ৯ ওভারে সংগ্রহ করে ১০২ রান। এরপরই ওই ওভারে সূর্যকুমার আউট হয়ে যান। এরপর থেকে নিয়মিত হারে উইকেট পড়তে থাকে মুম্বাই দলের। রানের গতিও বেশ কিছুটা কমে যায়। ব্যাট হাতে রোহিত শর্মা বা পোলার্ড কেউই আর রানের গতিকে প্রাথমিক উচ্চতায় ধরে রাখতে পারেননি। মুম্বাইয়ের ইনিংসের শুরুটা দেখে মনে হয়েছিল ২০০ পেরিয়ে যেতে পারে রানসংখ্যা। কিন্তু শেষ ১১ ওভারে মাত্র ৯২ রান সংগ্রহ করে মুম্বাই। দলের পক্ষে যাদব ৫৩, লুইস ৪৮, ইশান ৪৪ রান করেন। ট্রেন্ট বোল্ট ও রাহুল তেওয়াতিয়া দুটি করে উইকেট দখল করেন। মুহম্মদ শামির সংগ্রহে আসে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল দিল্লি শিবিরকে। অধিনায়ক গৌতম গম্ভীর ও জেসন রয় শুরুটা ভালোই করেছিলেন। প্রথম পাঁচ ওভারেই ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় দিল্লি। কিন্তু সেই ওভারেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান গম্ভীর। তবে আগাগোড়া শক্ত হাতে খেলা ধরে রেখেছিলেন অন্যপ্রান্তের ব্যাটসম্যান জেসন। অন্যদিকে রিষভ পান্থ, ম্যাক্সওয়েল ও সুরেশ আইয়াররা সঙ্গ দিলেও আসল কাজের কাজটি করেন জেসন। খেলা শেষ পর্যন্ত গড়ালেও দিল্লির জয় নিশ্চিত করেন তিনিই। ব্যক্তিগত ৯১ রানে খেলা শেষে অপরাজিত থাকেন জেসন। এই নিয়ে পরপর তিনটি ম্যাচে পরাস্ত হলো মুম্বাই। স্বাভাবিকভাবেই গতবারের চ্যাম্পিয়নরা এর ফলে অনেকটাই চাপে পড়ে গেল। জেসন ৫৩ বলে ৬টি করে চার ও ছক্কায় সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকেন। পান্থ ৪৭ ও লিয়ের অপরাজিত ২৭ রান করেন। মুম্বাইয়ের মোস্তাফিজ ২৫ রানে ১টি উইকেট পান। বাকি দুটি উইকেট লাভ করেন কুনাল পান্ডে ২১ রান দিয়ে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১