আপডেট : ১৬ April ২০১৮
বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানকে আজীবন সম্মাননা দিয়েছে বিশ্বের অন্যতম প্রধান গলফ একাডেমি ‘দি লিড বেটার গলফ একাডেমি বাংলাদেশ’। গত শুক্রবার বিকালে কুর্মিটোলা গলফ একাডেমি প্রাঙ্গণে এই সম্মাননা দেওয়া হয়। দেশের অন্যতম প্রধান অ্যাগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বেটার গলফ একাডেমির চেয়ারম্যান মোমিন উদ দৌলার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল একেএম আবদুল্লাহিল বাকি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা, বেটার গলফ একাডেমির চিফ অপারেটিং অফিসার মেজর আনিস-উল ইসলাম (অব.), ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১