আপডেট : ১৬ April ২০১৮
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী তাঁকে ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সোমবার সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। খালেদা জিয়ার হাত-পা ও কোমরের ব্যথা বেড়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। এমনিতেই তিনি দীর্ঘদিন ধরে হাঁটু ও পায়ের সমস্যায় ভুগছেন। জরুরি ভিত্তিতে তাঁর এমআরআইসহ উন্নত চিকিৎসার দরকার। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারি মেডিকেল বোর্ডের চিকিৎসকেরাও অর্থোপেডিক বেড দেওয়ার সুপারিশ করেছেন। কিন্তু খালেদা জিয়াকে সেই বেড দেওয়া হয়নি। জরুরি ভিত্তিতে এমআরআইসহ খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার। ক্ষমতাসীনদের দাপটে কারা কর্তৃপক্ষ মুঠোবন্দী বলেও অভিযোগ তোলেন রিজভী। কারা কর্তৃপক্ষের মধ্যে ফ্যাসিবাদের রোগ তীব্র আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১