আপডেট : ১৫ April ২০১৮
এবার বোরো মৌসুমে কালো তালিকাভুক্ত মিলগুলো থেকে সরকার চাল কিনবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। রোববার খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি গুদামগুলোতে ১২ লাখ টন খাদ্যপণ্য মজুদ আছে, গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। চলতি বোরো মৌসুমে এক লাখ মেট্রিক টন ধান এবং নয় লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। ধান ২৬ টাকা ও চাল ৩৮ টাকা করে প্রতি কেজি কেনা হবে। তিনি বলেন, গত আমন মৌসুমে কালো তালিকাভুক্ত মিলগুলো থেকে চাল সংগ্রহ করা হয়নি। কিন্তু এবার আমরা কাউকে হতাশ করতে চাই না। তাদের কাছ থেকে এবার বোরো চাল সংগ্রহ করা হবে বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি এবং আমন সংগ্রহ অভিযান সফলভাবে শেষ হয়েছে। সংগৃহীত চালের মানও খুব ভালো। এজন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তবে চলমান বোরো সংগ্রহে কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি, অনিয়ম করলে প্রশাসনিক ব্যবস্থাসহ কঠিন শাস্তি দেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১