বাংলাদেশের খবর

আপডেট : ১৫ April ২০১৮

ভয়ঙ্কর তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে ‘স্নো এমার্জেন্সি’ জারি  

ভয়ঙ্কর তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্র ছবি : ইন্টারনেট


একাধারে ঝড়, টর্নেডো, বজ্রপাত সহ তুমুল বৃষ্টিপাত আর তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা, নেব্রাস্কা, আইওয়া, দক্ষিণ ডাকোটা, মিসিসিপি থেকে শুরু করে টেক্সাস থেকে আলাবামার মধ্যাঞ্চল।ভয়ঙ্কর তুষারপাতে ‘স্নো এমার্জেন্সি’ জারি করা হয়েছে মিনেসোটার সেন্ট পল শহরে। ঘণ্টায় ১ থেকে ২ ইঞ্চি (২ থেকে ৫ সেন্টিমিটার) করে তুষার পড়ছে শহরগুলোতে।

মিনেসোটা, মিশিগান ও উইসকনসিন অঞ্চলগুলোতে এবার ১ ফুট পুরু তুষার জমতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ডুলুথ ও মিনেসোটায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ মাইল বা ৮০ কিলোমিটার হতে পারে।

তারা আরও জানান , মিসিসিপির জ্যাকসনের কাছাকাছি এলাকায় ঘণ্টায় ৯০ মাইল বা ১৪৫ কিলোমিটার গতিবেগে ঝড় হয়েছে। উত্তরে নিউ ইংল্যান্ডেও সোমবার তুষার বৃষ্টি ও তুষার ঝড় হতে পারে বলে পূর্বাভাস দেন আবহাওয়াবিদরা।

শুক্রবার ছোটখাটো প্রায় ১৭টি টর্নেডো হয়েছে আরকানসাস, লুইজিয়ানা, মিসৌরি ও টেক্সাসে। তাতে উত্তর-পশ্চিম আরকানসাসে ১৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার তুমুল ঝড়ে গাছ পড়ে লুইজিয়ানায় ১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মিনেসোটা ও টরন্টো বিমানবন্দরে ৭৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১